
আল মাহমুদ প্রিন্স খুলনা প্রতিনিধি
রূপসায় আইনশৃঙ্খলা রক্ষার্থে সবধরণের ব্যবস্থা নেওয়া হবে
খুলনার রূপসা থানার উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় রূপসা থানা চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে রাত ১০টার পর সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া কোনো ব্যবসা- প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে বিশেষকরে উঠতি বয়সী যুবকেরা সন্ধ্যার পর যাতে অবাধে চলাফেরা করতে না পারে এব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। রূপসায় অস্ত্রধারী ও মাদক বিক্রেতাদের অপরাধমূলক কর্মকাণ্ড জিরোটলারেন্সে আনতে সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি।
পুলিশ সুপার বলেন, এলাকার সাধারণ মানুষের যৌক্তিক দাবির প্রেক্ষিতে রূপসা ঘাট ট্রলার মাঝিদের নানা অনিয়মের বিরুদ্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকায় শান্তি রক্ষায়
প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে পূর্বের মতো কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হবে। পুলিশের টহল ব্যবস্থা আরো জোরদার করতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য পেতে পুলিশ অভিযোগ বক্স, ঝুঁকিপূর্ণ ফাঁকা স্থানগুলোতে চেকপোস্ট বসানোসহ বিট পুলিশের কর্মকাণ্ড আরো বেগবান করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর।
রূপসা থানা ওসি (তদন্ত) আব্দুস সবুরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনী ও সাইফুল ইসলাম।
আলোচনায় অংশ গ্রহণ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপি আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ লবিবুল ইসলাম, উপজেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি সভাপতি আনোয়ারুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম,
উপজেলা প্রেসক্লাব সভাপতি জিএম আসাদুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুন্না সরদার, রূপসা প্রেসক্লাব সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ,
অবসরপ্রাপ্ত এস.আই তৈয়েবুর রহমান, ইসলামী ফাউন্ডেশন রূপসা উপজেলা মডেল কেয়ার টেকার আব্দুস সালাম, কাজদিয়া কলেজ প্রভাষক মেজবা উদ্দিন সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার সেক্রেটারি মুফতি হেলাল শিকারী, রূপসা মহিলা কলেজ প্রভাষক আসাদুজ্জামান আসাদ, ছাত্র প্রতিনিধি ফাহাদ উদ্দীন গাজী, জেলা এনসিপি নেতা তামিম হাসান লিয়ন, কাজদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, টিএসসি ইউপি চেয়ারম্যান মোঃ আসাফুর রহমান, বিএনপি নেতা এসএম মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, সৈয়দ নিয়ামত আলী, শ্রমিক দল নেতা ইউনুস গাজী, বিএনপি নেতা আমিরুল ইসলাম তারেক, মুফতি আনিসুর রহমান, বিএনপি নেতা ফিরোজ মীর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল শেখ বাবু, শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ, মোঃ লাভলু শেখ, খায়রুল আলম খোকন, কৃষক দল নেতা ওলিয়ার রহমান খান, মুছা লস্করসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রূপসা থানা জামে মসজিদ পেশ ইমাম মাওলানা শহিদুল ইসলাম।